প্রতিষ্ঠানের ইতিহাস

সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার উত্তর পশ্চিম অঞ্চলে ভারতের মেঘালয় প্রদেশের খাসিয়া জৈন্তিয়া পাহাড়ের পাদদেশে গোরাগ্রাম উচ্চ বিদ্যালয়টি পিয়াইন নদীর তীরে ১৯৬৭ইং সনে স্হাপিত হয়। বিদ্যালয় প্রতিষ্টাকালীন সময়ে যারা বিশেষ ভাবে অবদান রেখেছেন তাদের মধ্যে অন্যতম মরহুম সফিক আহমদ (গোরাগ্রাম), হাজী রইছ আলী (সুলতানপুর), হাজী কটু মিয়া (ইসলামাবাদ), মোতাহির আলী (রাজনগর), হাজী জহির উদ্দিন (ভাদেশ্বর), মকদ্দস আলী চেয়ারম্যান (কুলুম ছড়ার পার), আব্দুল জব্বার (কুলুম ছড়ার পার), করিম বকস (গোরাগ্রাম), প্রমুখ ব্যাক্তিবর্গ তাদের ঐকান্তিক প্রচেষ্টায় অত্র অঞ্চলে শিক্ষার আলো বিস্তারে বিদ্যালয়টি স্হাপন করেন। তাদের মধ্যে কেউ আর জীবিত নেই।বিদ্যালয়টি প্রতিষ্টায় মরহুম সফিক অহমদ (কমান্ডার) প্রশংসনীয় ভূমিকা পালন করেন । শিক্ষক, ছাত্র/ছাত্রী এবং বিদ্যালয়ের যাবতীয় খরচাদি বহন করতে তিনি মানুষের বাড়ী বাড়ী গ্রাম থেকে গ্রামান্তরে যাতায়াত করতেন । এলাকাবাসী, বিদ্যালয়ের শিক্ষকও শিক্ষার্থী বৃন্দ তাদেরকে আজও শ্রদ্ধাভরে স্বরন করেন। পরবর্তী সময়ে বিদ্যালয় উন্নয়নের জন্য যারা অবদান রেখেছেন তাদের মধ্যে অন্যতম মরহুম বশির আহমদ চৈাধুরী চেয়ারম্যান (খলামাধব), আব্দুল হান্নান সারো মিয়া (বিছনাকান্দি),আব্দুছ ছুবহান মেম্বার (কুনকিরি),আব্দুর রহমান মাষ্টার (গোরাগ্রাম), মরহুম আজিজুর রহমান (গোরাগ্রাম), মরহুম তাহির আলী মাজন (ইসলামাবাদ), সখই মিয়া (বিছনা কান্দি), প্রমুখ ব্যাক্তিবর্গ বিদ্যালয়ের উন্নয়নে তাদের সহায়তার হাত প্রসারিত করেন।বিদ্যালয়টি নিম্ন মাধ্যমিক পর্যায়ে ১৯৬৭ সালে এবং মাধ্যমিক পর্যায়ে ১৯৭৪ সালে স্বীকৃতি লাভ করে। ১৯৮৪ সালে বিদ্যালয়টি নিম্ন মাধ্যমিক পর্যায়ে এম.পি.ও ভুক্ত হয় । এবং ১৯৮৯ সালে মাধ্যমিক পর্যায়ে এম.পি.ও ভুক্ত লাভ করে।গোয়াইনঘাট উপজেলার প্রাচীনতম বিদ্যালয় গুলির মধ্যে এ বিদ্যালয়টি অন্যতম ।